বুধবার, ২৪ আগস্ট, ২০১১

বাংলার মানব জমিন

আসিতেছে শীগ্রই বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক গ্রামীন এক গীতিকবিতা "বাংলার মানব জমিন" /রচনায় মোহাম্মদ সোহরাব আজিজ
কিভাবে বাংলার আপামর জনগণ তাদের জীবন উত্সর্গ করেছিল শুধু আমাদের ভবিষ্যত রচনার জন্যে /
অথচ আজিজ রেজাকারেরা এখানে স্বাধীন দেশের প্রধানমন্ত্রী বনে রাতারাতি
আহা কি করুন আজ মানুষের দুর্গতি
নিজ হাতে কামাই তার নিয়তি/
টাউট রেজাকার মাতবর
করেছে দখল আমাদের আমাদের গ্রাম আমাদের ঘর
আর আমাদের অন্তর
আমাদের সমাজ এখন বিরান দালান
নীতিহীন মানুষের আধুনিক পুণ্যস্থান
দাপ্পাবাজের মহামিলন/
বাংলায় আজ নুরির মুখ এসিডে জ্বল্সিত
'৭১ এর নুরজাহান বারবার আবার হয় দিনেরাতে ধর্ষিত
বাংলা মাগো তুমি আর কতবার সইবে লাঞ্চনা দানবের
তুমি এবার প্রসব কর মাগো কিছু পুণ্যবান মানবের/
বাংলার মানব জমিন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন