মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০১১

বাবা

আমায় একাকী ফেলে
বাবা তুমি আজ কোথায়? কোথায়?
আমার ছোট্ট বেলায় বাবা আমায় কাঁদে নিয়ে যেত মাকসুদাহ বিদ্যালয়ে
ফুর্তিতে কাটাতাম দিনমান হেসে খেলে অনায়াসে /
বাবার সফেদ পাঞ্জাবি টুপি আর সাদা দাড়ি
জাগাত কত আমার মনে স্বর্গীয় দ্যুতি,
বাবা তোমায় আর ফিরে পাবোনা জীবনে আমার
আমায় একাকী ফেলে
বাবা তুমি আজ কোথায়? কোথায়?
শীতের বিকেল বেলা
শেষ করে চৌর ডান্ডা খেলা
ডাকতেন বাবায়,
মাঠে গিয়ে পানি দিতাম মরিচের খেতে
বাপে আর বেটায়,
আমায় একাকী ফেলে
বাবা তুমি আজ কোথায়? কোথায়?
নিশীথ রাতের কালে বাপের বগলে শুয়ে
সুখের নিদ্রা যেতাম নিচচিন্তায়,
ফজরের আজানের ভোরে
বাবায় দিতেন ডাক
আয় বাবা উঠে আয় ,
আমায় একাকী ফেলে
বাবা তুমি আজ কোথায়? কোথায়?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন