রবিবার, ৫ জুন, ২০১১

‘কইরে আমার সোনাধন তোরা কই’/ Koirey Amar Shonadhon

কান্দে বিবি সোনাবান
মোহাম্মদ সোহরাব আজিজ
‘কইরে আমার সোনাধন, তোরা কই’,
কান্দে বিবি সোনাবান
বারে বারে হারায় গেয়ান,
বুকের ধনের কাল মরন
করিলো মোরে পাগলপ্রায়।
কইরে আমার সোনাধন,
কইরে তোরা কই।
ইনাতগঞ্জে শেষে নামে শোকের মাতম,
কদিন আগে মরিলো বাপ মিমধন,
বিদেশ থেকে আইলো মানিক
বাপের নামে জেয়াফতের শিরনি দিতে,
করবে কবর জিয়ারত,
মামুন নামের যমদুত,
কাইড়া নিলো জান,
মরা লাশ হইলো সোনাবানের বুকের ধন,
গনা গনা জনা সাতেক।
কইরে আমার বুকের ধন,
কইরে তোরা কই,
এ কেমন বিচার ওরে আল্লাহ তাআলার,
কাইরা নিলো আমার সোনার সংসার।