সোমবার, ১৫ আগস্ট, ২০১১

শেখ মুজিবর রহমান বাংলারই সন্তান 

শেখ মুজিবর রহমান বাংলারই সন্তান 
মোহাম্মদ সোহরাব আজিজ 

বাংলাদেশের সূর্য সন্তান 
জাতির জনক শেখ মুজিবর রহমানের 
প্রতি অপমানজনক আচরণ 
আমার কাছে বিষের কাঁটার মত লাগে /
জাতীয় শোক দিবসের স্লোগান হোক  তবে আজ 
মুজিবর তুমি বাংলার রাজাধিরাজ 
তোমার মাথায় পরো আজ রেশমের তাজ /
বাংলার বুক থেকে আমরা তুলে ফেলব যাবতীয় হন্তারক 
মুজিবর তুমি বাংলারই প্রাণপ্রিয় লোক/
তোমার সোনার বাংলার স্বপ্নকে আমরা ধারণ করি 
হৃদয়ের মাঝে
বাংলার সোনালী ধানের খেতে তোমার প্রয়াণে
কান্নার রোল বাজে /

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন