শুক্রবার, ৫ মার্চ, ২০১০

যশোরের ধুসরতায়

যশোরের ধুসরতায়


যশোরের ধুসরতায়
মোহাম্মদ সোহরাব আজিজ
নিউ ইয়র্ক
ডিসেম্বর,২০০৯।

তীব্র শীতে ঠক ঠকে কাঁপে অশীতিপর বৃদ্ধ-বৃদ্ধায়
পৌষেই মাঘের বাঘকাঁপানো থান্ডায়
ঘন কুয়াশায় হিমেল হাওয়ায়
গৃহবন্দী কৃষক মজুর আবাল বৃদ্ধ বনিতায়।
দৌলতপুরের দরিদ্র দুঃস্থ পল্লীতে
উত্তরপাড়ায়, মরিচার বৈরাগীর চর
শীতবস্রহীন মানুষেরা মরে খেয়ে কনকনে শীতের আঁচড়।
রক্ত জমানো হাড় কাঁপানো শীতের আঁচড়!
যশোর এখন আবৃত হিমেলের ধুসরতায়,
শহরতলীর খয়ের তলায়
প্রান্তিক জনগনে দূর্ভোগে দিনকাটায়।
ফুটপাথ রেল স্টেশন কিম্বা কুঁড়েঘরে
তিমির তীব্রতায় মরণ কামড় মারে।
শহরের গরীব মার্কেটে উপচে পড়ে ভীড়
যদি মিলে ফিরে গরম কাপড়।
উনুনে আগুন পোহায়
বাড়ি বাড়ি ঘরে ঘরে জনে জনে।
‘যত শীত তত মিষ্টি ঐতিহ্যের যশোরে’
খেজুর গাছে রসের কলস আবার ঝোলে
অতি মিষ্টি গুড় পাটালীর ধুম পড়ে কুয়াশার সকালে।
এক আশায় বুক বাধে বিপন্ন মানুষেরা জীবনের সংগ্রামে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন