বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০১০

নতুন দশকের বিধ্বংসী ইতিহাস

নতুন দশকের বিধ্বংসী ইতিহাস

মোহাম্মদ সোহরাব আজিজ
জানুয়ারী ২০১০

হাইতির বাতাশে পঁচালাশের গন্ধ একঃ
জমিন উল্টে গেল,
বড় বিধ্বস্থ জনপদ।
আহা বিধাতার এই কি ক্রোধ!
কী এমন অপরাধ করেছিলো অবহেলিত জনগন!
পুরানদিনে শাস্তি দিতে খোদা দিতেন কত আগাম সঙ্কেত
অন্যায় করলে পর তোমার পর আসবে বিপদ আপদ
তবে হুশিয়ারী আছে এখনো বিশ্ব বিখ্যাত পুস্তিকায়
বিপদ আর আপদ তোমাদের নিজের হাতের কামাই।
সাবধান হয়ে যাও বাবাধন,বাচাধন।
দুনিয়াকে কতইনা উল্টিয়ে দিতেন তিনি গোস্বায়।
সমূহ অপরাধঃ সমকামিতা নগ্নতা বিকৃ্ত যৌনতা।
বনি আদমের সন্তানকে দিলেন মহা মর্যাদা বিধাতা
অথচ আদম সন্তান আজ অধমের মত উদ্ধত
সৃষ্টির কৃষ্টি ভুলে গিয়ে মগ্ন বিশ্ববেহায়াপনায়।
হাইতির মাটি এখন উল্টে গেছে প্রলয়ঙ্করী কম্পনে
রাবলের মাঝে আটকে পরা নরনারী অন্ধকার প্রকোষ্ঠে ক্রন্দন রত
‘হে প্রভু দয়া করে বাঁচাও আমার জীবন।‘
ক্ষুধার রাজ্যে বসবাস করে লক্ষ লক্ষ মানুষ।
জীবিতদের কী আর কোনদিন আসবেনা ফিরে হুঁশ ?
মানবিকতা ক্রন্দন করে এখন উচ্চস্বরে
শুনতে পায়না কেউ,
হতাহত মানুষের বুকে উপড়ে পড়ে অসীম বেদনার ঢেউ।
রাজনীতির যাতাকলে বিভোর নেতানেত্রী
একের চুল অন্যে ছিড়ে দিবারাত্রি,
এদিকে নিরীহ মানুষের কাটে নিদ্রাহীন রাত্রি।
বিধাতার চোখ কান খোলা সারাবেলা
যখন আছাড় দিবে তোমাকে সাংগ হবে তবে
রকমারী নষ্ট ভ্রষ্ট নেতাগিরির খেলা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন